Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে ইউনিয়ন

পাহাড়ী নদী কর্ণফূলীর কূল ঘেষে গড়ে ওঠেছে রাইখালী ইউনিয়নের সীমানা। প্রাক্তন থানা চন্দ্রঘোনায় অবস্থিত রাইখালী ইউ.পি। অন্তান্ত মনোরম পরিবেশের ইউনিয়ন রাইখালী। তৎকালীন রাইখালী ইউনিয়নের হেডম্যান থোয়াই প্রু চৌধুরীকে ব্রিট্রিশ সরকার রাই উপাদিতে ভূষিত করেন। উক্ত হেডম্যানের নামকরনের রাই উপাদি অনুসারে রাইখালী’র নামকরণ করা হয় বলে জানা যায়। রাইখালী ইউনিয়নটি চন্দ্রঘোনা থানার অর্ন্তগত অবস্থিত। চন্দ্রঘোনা থানাটি ছিল তৎকালিন কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি এলাকাসহ বিশাল একটি থানা। রাংগামাটি জেলাধীন কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এখানে রয়েছে রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র, সীতা পাহাড়, বিখ্যাত পাহাড়ী কর্ণফুলী নদীর ওপারে দাড়িয়ে আছে একসময়কার এশিয়ার বিখ্যাত কর্ণফুলী পেপারমিল। নয়নাভিরাম কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে দেশের সকল পর্যটকদের সু-স্বাগতম।