Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
২নং রাইখালী ইউনিয়ন কমপ্লেক্স
বিস্তারিত

    রাংগামাটি জেলাধীন কাপ্তাই উপজেলার রাইখালীর অনেক ঐতিহাসিক তথ্য রয়েছে। এটি চন্দ্রঘোনা থানার অর্ন্তভূক্ত একটি ইউনিয়ন। একসময় এই রাইখালীই ছিল কাপ্তাই তথা রাংগামাটি জেলার প্রাণ কেন্দ্র। তৎকালীন ব্রিটিশ শাসন আমলে জেলা প্রশাসক বৃন্দ ও বিভিন্ন কর্মকর্তারা এখানে বসে প্রশাসনিক কার্যক্রম করতেন এবং বিচার-বিবেচনা করতেন। এখানে জেলা বসানোর সিদ্ধান্ত নিলেও পরে রাংগামাটি নিয়ে আসে।  এখানে রয়েছে কৃষি গবেষণা কেন্দ্র, আছে ১টি সরকারী স্কুল এবং ১৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ৩টি মাধ্যমিক বিদ্যালয়। মারমা, তনচংগ্যা ও হিন্দু, মুসলিম সম্প্রদায়ের লোক আদিকাল থেকে একে অপরের সহযোগীতাসহ ঘনিষ্টতাভাবে কোন সংঘাট এবং বিভেদ ছাড়া দীর্ঘদিন ধরে বাস করে আসছে। এখানে ভোটার প্রায় ১৫,০০০ (পনের হাজার) চাইতেও বেশি। কিন্ত শিক্ষা, এবং উন্নয়নের ক্ষেত্রে খুবই পিছিয়ে। ১,২,৩, ৫ নং ওয়ার্ডের কিছু কিছু পরিবার বিদ্যুৎ সুবিধা পেলেও অন্যান্য ওয়ার্ডের মোটেও নেই।   রাইখালী ইউনিয়ন, কাপ্তাই উপজিলা. মাপাহান. কাপ্তাই উপজিলার ইউনিয়নগি. কাপ্তাই উপজিলার মা রাইখালী ইউনিয়নগ। উপজিলা, কাপ্তাই উপজিলা. জিলা, রাঙামাটি জিলা. বিভাগ, চট্টগ্রাম বিভাগ. প্রতিনিধি. চেয়ারম্যানগ,  সায়ামং মারমা. পরিসংখ্যান. গাঙ, ৪৮ হান. মৌজা, ২ হান. লয়াগ - পুল্লাপ, ২০,৪৮০ একর (৩২,.৫১ বর্গ কিমি). ঘর, ২৮৬৭ গ. জনসংখ্যা - পুল্লাপ -বেয়াপা -মুনি, ১৪,৪৩৪ গ (মারি ১৯৯১) ৬৯৩৭ গ ৭৬৪০ গ. শিক্ষারহার, ২৫ %. সরকারী পৌ, রাইখালী ইউনিয়নর সরকারী তথ্য