Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সীতা পাহাড়
স্থান

১নং ওয়ার্ড, ২নং রাইখালী ইউনিয়ন, থানা-চন্দ্রঘোনা, উপজেলা-কাপ্তাই, রাংগামাটি পার্বত্য জেলা।

কিভাবে যাওয়া যায়

চট্টগ্রামের বদ্দারহাট বাস টার্মিনাল হতে বাসযোগে রওনা হয়ে চন্দ্রঘোনার লিচুবাগান নামক স্থানে নামতে হবে। বাস হতে নেমে সামান্য ডানে গেলে কর্ণফুলী নদীর ঘাট দেখা যাবে। ঘাটে গিয়ে ফেরী পাড় হয়ে রিক্সাযোগে অথবা ফেরীঘাট হতে সরাসরি নৌকা করে কৃষি গবেষণা কেন্দ্রের সামনে দিয়ে একবারে সীতা পাহাড়ের কিনারায় নামতে হবে। অথবা কাপ্তাইয়ের গাড়ী যোগে কাপ্তাই জাতীয় উদ্যানের হাতীর কাছে নামতে হবে। সেখান হতে সীতাঘাটের নৌকা দিয়ে নদী পাড় হয়ে সীতা পাহাড়ে যেতে হবে।

যোগাযোগ

১। উনুচিং মারমা

ইউপি সদস্য,১নং ওয়ার্ড

মোবাইল-০১৫৮৫৪৮০৪৩৮

২। রুবি আক্তার

ইউপি সদস্যা, ১,২,৩ নং সংরক্ষিত

মোবাইল-  ০১৮৫৩০১৩৯৮৬

বিস্তারিত

সাগরের ডাকেপাহাড়-উপত্যকা ও সমতল ভূমি পেরিয়ে এর বিরামবিহীন পথচলা। মিজো ভাষার ... বারুণী ও মহোৎসবের আয়োজন হয় কাপ্তাই উপজেলার রাইখালী এলাকায়, কর্ণফুলীরতীরে, সীতাঘাটে। এ-ঘাটের পাশেই ... রাবণেরসীতা-হরণের পর রামও লক্ষ্মণ এই পাহাড়েঘাঁটি গড়ে যুদ্ধে রাবণ বধ করেন এবংসীতাউদ্ধার করেন। এই দু'পাহাড়ের ... এদিনরাইখালীথেকে মহামতি বুদ্ধের শিষ্য সন্ন্যাসী উপগুপ্তের মূর্তি কর্ণফুলীতে নৌ-শোভাযাত্রারমাধ্যমে বিপুল আনন্দ-উৎসবের মধ্য দিয়ে চিৎমরম বৌদ্ধ বিহারে আনা হয়। কাপ্তাই উপজেলায় রাম ও সীতা পাহাড় সুউচ্চ দুটি পাহাড় কর্ণফূলী নদীর দুতীরে দাড়িয়ে। সীতা পাহাড়টি খুবই দর্শণীয়। এখানে হিন্দুদের একটি ঘাট থাকার কারণে বৈশাখ মাসে এখানে অনেক লোকের সমাগম ঘটে থাকে।