বৃষ্টি ভেজা শরৎ আকাশ, শিউলি ফুলের গন্ধ৷ মা আসছেন আবার ঘরে, দরজা কেন বন্ধ? পুজো এলো তাইতো আবার বাজনা বাজায় ঢাকী৷ গুনে দেখো পুজো আসতে আরো দু’দিন বাকি৷
আনন্দেরই মেলা,
দুর্গা মায়ের আগমনে
কাশ ফুলের খেলা৷
ভালো হোক , সুখের হোক
দুর্গা মায়ের পূজা,
এসেছে শরৎকাল, এসেছে দেবী দুর্গা মাকে বরণ করার শুভলগ্ন৷ আসুন জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগদান করি এ মহা উত্সবে৷ সকলকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাই।
মোঃ এনামূল হক
ভারপ্রাপ্ত চেয়ারম্যান
২নং রাইখালী ইউপি
কাপ্তাই,রাঙ্গামাটি পার্বত্য জেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস