# | শিরোনাম | স্থান | কিভাবে যাওয়া যায় | যোগাযোগ | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | রাইখালী কৃষি গবেষনা কেন্দ্র |
নারানগিরি কৃষিফার্ম এলাকা, ২নং ওয়ার্ড, ২নং রাইখালী ইউনিয়ন, থানা-চন্দ্রঘোনা, উপজেলা-কাপ্তাই, রাংগামাটি পার্বত্য জেলা |
চট্টগ্রামের বদ্দারহাট বাস টার্মিনাল হতে বাসযোগে রওনা হয়ে চন্দ্রঘোনার লিচুবাগান নামক স্থানে নামতে হবে। বাস হতে নেমে সামান্য ডানে গেলে কর্ণফুলী নদীর ঘাট দেখা যাবে। ঘাটে গিয়ে ফেরী পাড় হয়ে রিক্সাযোগে অথবা ফেরীঘাট হতে সরাসরি নৌকা করে কৃষি গবেষণা ঘাটে গিয়ে নামতে হবে। |
|
||||||||||||
২ | সীতা পাহাড় |
১নং ওয়ার্ড, ২নং রাইখালী ইউনিয়ন, থানা-চন্দ্রঘোনা, উপজেলা-কাপ্তাই, রাংগামাটি পার্বত্য জেলা। |
চট্টগ্রামের বদ্দারহাট বাস টার্মিনাল হতে বাসযোগে রওনা হয়ে চন্দ্রঘোনার লিচুবাগান নামক স্থানে নামতে হবে। বাস হতে নেমে সামান্য ডানে গেলে কর্ণফুলী নদীর ঘাট দেখা যাবে। ঘাটে গিয়ে ফেরী পাড় হয়ে রিক্সাযোগে অথবা ফেরীঘাট হতে সরাসরি নৌকা করে কৃষি গবেষণা কেন্দ্রের সামনে দিয়ে একবারে সীতা পাহাড়ের কিনারায় নামতে হবে। অথবা কাপ্তাইয়ের গাড়ী যোগে কাপ্তাই জাতীয় উদ্যানের হাতীর কাছে নামতে হবে। সেখান হতে সীতাঘাটের নৌকা দিয়ে নদী পাড় হয়ে সীতা পাহাড়ে যেতে হবে। |
১। উনুচিং মারমা ইউপি সদস্য,১নং ওয়ার্ড মোবাইল-০১৫৮৫৪৮০৪৩৮ ২। রুবি আক্তার ইউপি সদস্যা, ১,২,৩ নং সংরক্ষিত মোবাইল- ০১৮৫৩০১৩৯৮৬ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস