তৎকালীন রাইখালী ইউনিয়নের হেডম্যান থোয়াই প্রু চৌধুরীকে ব্রিট্রিশ সরকার রাই উপাদিতে ভূষিত করেন। উক্ত হেডম্যানের নামকরনের রায় উপাদি অনুসারে রাইখালী’র নামকরণ করা হয় বলে জানা যায়। রাইখালী ইউনিয়নটি চন্দ্রঘোনা থানার অর্ন্তগত অবস্থিত। চন্দ্রঘোনা থানাটি ছিল তৎকালিন কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি এলাকাসহ বিশাল একটি থানা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস