রাইখালী ইউনিয়নে চট্টগ্রাম হতে বাস যোগে রাঙ্গুনিয়া উপজেলাধীন চন্দ্রঘোনা/লিচু বাগান নাম স্থানে নামতে হবে। উক্ত স্থান হতে একটু ডানে এগিয়ে ফেরী যোগে কর্ণফুলী নদী পাড় হতে হবে। নদী পাড় হয়ে সামান্য সামনে আগালেই রাইখালী ইউ.পি ভবন চোখে পড়বে।
রাংগামাটি হতে আসতে হলে রাংগামাটি হতে সরাসরি রাজস্থলির বাসে চড়ে আসতে হবে। এ ক্ষেত্রে অবশ্য ইউ.পি কমপ্লেক্স ভবনের সামনেই বাস থেকে নামা যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস